Talk To Our Experts And Get Your Dream Project Done!
- +8801712-009956
- contact@greentechservices.com.bd
আমি ক্যান্সার হসপিটালের ইঞ্জিনিয়ারিং টিমের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসাবে কর্মরত ছিলাম। আমার প্রজেক্টে গ্রিন টেকের ইঞ্জিনিয়াররা খুব সুন্দর করে প্রতিটি এসি লাগিয়েছে। তাদের নিখুঁত কাজ আমাদের নজর কেড়েছে।
আর্মি সেন্ট্রাল মসজিদের HVAC এর কাজে আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্বরত ছিলাম। গ্রিন টেকের দক্ষ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা অত্যন্ত দক্ষতার সাথে পুরো প্রজেক্ট সম্পন্ন করে। তাদের কাজের প্রতি কমিটমেন্ট সত্যিই প্রশংসনীয়!
একটি প্রজেক্টের সৌন্দর্য নির্ভর করে নিখুঁত ডিজাইনের ওপর। আমাদের প্রজেক্টের ডিজাইনিং থেকে শুরু করে কমিশনিং পর্যন্ত সব কাজ গ্রিন টেকের ইঞ্জিনিয়াররা করেছে। তারা প্রতিটি কাজ অত্যন্ত যত্নের সাথে করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ!
আমি বর্তমানে তৃশা এপারেলের CEO হিসাবে কর্মরত আছি। আমাদের ফ্যাক্টরী বিল্ডিং এর 200 ton HVAC এর কাজ গ্রিন টেক সার্ভিসেস করে দিয়েছে। তাদের কাজের কোয়ালিটি সত্যিই খুব চমৎকার। আমি তাদের সাফল্য কামনা করি।